১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার দুই আসামি
নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর মো. মাহফুজ (৫০) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে দুটি হত্যা ও একটি অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওই আসামির নাম মো. বাহার উদ্দিন (৩৫)। তাকে ৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মাহফুজ বেগমগঞ্জ উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। মো. বাহার উদ্দিন একই উপজেলার এনায়েতনগর গ্রামের নডিয়ার বাড়ির মো. নুরুল আমিন মাস্টারের ছেলে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. রোবেল মিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হাসান অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করেন।
থানা সূত্র জানায়, মাহফুজ ২০০৬ সালের ২৮ মে বেগমগঞ্জ থানায় করা হত্যা মামলার (মামলা নম্বর ৩৫) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বাহার উদ্দিন ২০১৩ সালের ১৮ জুলাই (মামলা নম্বর ৪২) ও একই সালের ৩ সেপ্টেম্বর (মামলা নম্বর ২) করা হত্যা মামলা এবং ২০১৪ সালের ১১ মার্চ করা অস্ত্র মামলার (নম্বর ১৯) পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, গ্রেফতার আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি