স্কুলছাত্রীকে চাপা দিয়ে পালালো মাইক্রোবাস, ভিডিও ভাইরাল
নোয়াখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসের চাপা
নোয়াখালীর সোনাইমুড়ীতে শামিমা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে চাপা দিয়ে অজ্ঞাত একটি মাইক্রোবাস পালিয়ে যায়। পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পুলিশ বলছে, ফুটেজ দেখে গাড়ি শনাক্তের কাজ চলছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাষীরহাট এলাকার নোয়াখালী-কুমিল্লা সড়কে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী শামিমা আক্তার কুমিল্লার বিপুলাশার আহাম্মদ উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং সোনাইমুড়ী উপজেলার চাষীরহাটের রথি গ্রামের দ্বীন ব্যাপারী বাড়ির বেলাল হোসেনের মেয়ে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাসটি পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, সকাল ৯টা ৩৬ মিনিটের সময় চাষীরহাটে রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী একটি মাইক্রোবাস স্কুলছাত্রী শামিমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শামিমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পায়ে আঘাত থাকায় সার্জারি বিভাগের ৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে, স্কুলছাত্রী শামিমা আক্তারকে চাপা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে শামিমা মারা গেছে বলেও অনেকে প্রচার করতে থাকে।
তবে তার মৃত্যুর বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মহিউদ্দিন আবদুল আজিম।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি