মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর
ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয়নাল আবেদিন রাফি (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় নান্দিয়াপাড়া যাওয়ার পথে শিমুলিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরিফ (১৭) নামের আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জয়নাল আবেদিন রাফি কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. শামসুদ্দিন। তিনি চাকরির সুবাদে সোনাইমুড়ী উপজেলার বামনিয়া ইউনিয়নের রামপুর ফয়েজ আহাম্মদ মোল্লার নতুন বাড়িতে ভাড়া থাকেন। বাবার সঙ্গেই ওই বাসায় থাকতো রাফি।
নিহত ও আহত দুজনই স্থানীয় লাইফ শাইন স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, আরিফ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। তার পেছনে বসাছিল রাফি। শিমুলিয়া চক্ষু হাসপাতালের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে পড়ে গিয়ে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত রাফিকে মৃত ঘোষণা করেন।
দুপুরে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি