ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জে এসে ইয়াবা বিক্রির সময় আটক ২

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ মার্চ ২০২২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এসে ইয়াবা বিক্রির চেষ্টাকালে আবু তাহের (২১) ও খাইরুল আমিন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার ভোরে উপজেলার তিন দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১০।

রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জে এসে ইয়াবা বিক্রির সময় আটক ২

র‌্যাব জানায়, গোপন সংবাদর ভিত্তিতে র‌্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম ভোরে তিন দোকান এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের দেখে আটক দুইজন একটি ব্যাগ নিয়ে দৌড় দিলে তাদের আটক করা হয়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় বিরুদ্ধে মামলা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম