ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাব্য সংকটে দৌলতদিয়ায় যানবাহনের লম্বা সারি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২২

নাব্য সংকট ও ডুবচরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট লেগে আছে। ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

নদী পার হতে পণ্যবাহী ট্রাকগুলোকে ১০ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও তাদের সহকারীরা।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে অপচনশীল পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে। এছাড়া সিরিয়ালে রয়েছে যাত্রীবাহী বাস। তীব্র গরমে অতিষ্ট হয়ে উঠেছেন যাত্রী ও চালকরা। নদীর পানি কমে পল্টুন নিচু হয়ে যাওয়ায় ফেরিতে গাড়ি ওঠা নামায় ধীর গতি রয়েছে।

jagonews24

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঘাট সংকট, নৌ-পথের বিভিন্ন চ্যানেলে সৃষ্ট ডুবোচর ও নদীতে পানি কমে পল্টুন নিচু হয়ে যাওয়ায় গাড়িগুলোকে ফেরিতে ওঠানামা করতে সময় বেশি লাগছে। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধির কারণে যানজট কিছুটা বেড়েছে। তবে যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, নদীর পানি কমে যাওয়ায় ফেরিতে গাড়ি ওঠা নামায় সময় বেশি লাগছে। তাছাড়া ডুবচরের কারণে ধীর গতিতে ফেরি চলছে। এছাড়া নিয়মিত রুটের পাশাপাশি অন্য রুটের গাড়ির চাপের কারণে দৌলতদিয়ায় সিরিয়াল তৈরি হচ্ছে।
যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছেন। তবে কিছু পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস