বেগমগঞ্জে পলিথিন কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন উৎপাদনের দায়ে আবদুল্লাহ বাকি শামিম নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিসিক শিল্প নগরীর মেসার্স বিসমিল্লাহ্ ফ্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং কারখানায় এ অভিযান চালানো হয়। পরে ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। অভিযানকালে মেসার্স বিসমিল্লাহ ফ্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং নামের ওই প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন তৈরি করার প্রমাণ পাওয়া যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের পরিচালক আবদুল্লাহ বাকি শামীমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে অবগত করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি