ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্লাস্টিকের বস্তা ব্যবহারে ৬ চালকল মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৫ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় ছয় চালকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।

তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘন করে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় রজনীগন্ধা এগ্রো ফুড অটো রাইসমিল, সরকার অটো রাইসমিল, এমবি অটো রাইসমিল, মেসার্স আল মদিনা অটো রাইসমিল, ফারহান অটো রাইসমিল ও এমবি টু অটো রাইসমিল মালিককে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস