মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ, সম্পাদক হামিদুল
মো. নাহিদ খান (বাঁয়ে) ও মো. হামিদুল ইসলাম (ডানে)
মো. নাহিদ খানকে সভাপতি ও মো. হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
উভয়েই জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। নাহিদ খান একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছেন। অন্যদিকে হামিদুল ইসলাম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন।
এর আগে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে ছাত্রলীগের সম্মেলনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা সঞ্চালনা করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচ/এমএস