পাথরঘাটায় ১০ মণ হাঙরের বাচ্চা জব্দ
জব্দ হাঙরের বাচ্চা
বরগুনার পাথরঘাটায় ১০ মণ হাঙরের বাচ্চা জব্দসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৬ মার্চ) দিনগত রাতে একটি মালবাহী গাড়ি তল্লাশি করে এগুলো জব্দ করা হয়।
রাত ১২টার দিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে ১০ মণ হাঙরের বাচ্চা জব্দ করা হয়। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। হাঙরের বাচ্চাগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জাগো নিউজকে বলেন, ‘আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।’
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, হাঙরনিধন সম্পূর্ণ বেআইনি। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআর/এএসএম