নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বোনের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে উপজেলার পূর্ব ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার (৬৫) ও লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)। তারা দুজনই লাপাং গ্রামের বজলু মিয়ার মেয়ে।
পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান নুরু আজ্জম বলেন, বড় বোন জমিলার বাড়িতে আসেন ছোট বোন হেনা বেগম। ভোরে তারা শবেবরাতের রোজা রাখার জন্য সেহরি খেতে ওঠেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের আহত হন। পরে স্বজনরা তাদের হাসপাতালে নেওয়ার পথে হেনা বেগম ও চিকিৎসাধীন অবস্থায় জমিলা বেগম মারা যান। বিকেলে তাদের জানাজা শেষে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আশরাফুল আলম বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের শরীর ঝলসে যায়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম