ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় অর্ধলাখ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২০ মার্চ ২০২২

কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে অর্ধলাখ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার পালংখালী বাজারের উত্তর পাশে কেদারঘোনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, উখিয়ার পালংখালীর পশ্চিম নলবুনিয়া, কালুবড়ঘোনার মৃত সৈয়দুর রহমানের ছেলে মো. ইয়াসিন (২২) ও একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৩৫)।

rab2

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, একদল মাদক কারবারি মাদকের চালান পাচার করছে, গোপন সংবাদে এমন খবর পেয়ে উখিয়া থানাধীন পালংখালী ইউপির পালংখালী বাজারের উত্তর পাশে কেদারঘোনা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ইয়াসিন ও এনাম নামে দুজনকে আটক করা হয়। তাদের দেহ ও হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস