ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে টিসিবির পণ্য কিনতে এসে হুড়োহুড়ি

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২০ মার্চ ২০২২

কুড়িগ্রামে টিসিবির পণ্য বিক্রিতে সঠিক তদারকি না থাকায় গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। পণ্য কিনতে এসে বিশৃঙ্খলার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক উপকারভোগী।

জানা গেছে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার (২০ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভাসহ জেলার ২২টি স্পটে আনুষ্ঠানিকভাবে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় কুড়িগ্রাম পৌরসভায় কার্যক্রমের উদ্বোধন করতে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা। তারা কয়েকজনকে পণ্য বিতরণের পর চলে যান। এরপরই শুরু হয় হট্টগোল।

পণ্য কিনতে আসা ৭নং ওয়ার্ডের ভ্যানচালক ছামসুল বলেন, ‘মারামারি করি মাল (পণ্য) নিবো নাকি? এইভাবে তো মাল নেওয়া যাবে না।’

কুড়িগ্রামে টিসিবির পণ্য কিনতে এসে হুড়োহুড়ি

পণ্য নিতে এসে ক্ষোভ প্রকাশ করে ২নং ওয়ার্ডের হামিদা বলেন, এভাবে দিলে তো মানুষের অবস্থা খারাপ হবে।

জানতে চাইলে পৌর কাউন্সিল রোস্তম আলী তোতা বলেন, আমার ২নং ওয়ার্ডে বিশৃঙ্খলা দেখে কয়েকজন কার্ড ছিঁড়ে ফেলে চলে গেছে। টাকা দিয়ে পণ্য নিতে এসে ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন কার্ডধারীরা।

তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা সেখানে থাকা অবস্থায় কোনো সমস্যা হয়নি। কার্ডধারীরা যতক্ষণ থাকবে ততক্ষণ পণ্য দেওয়া হবে। এমনটি হওয়ার কথা নয়।

মাসুদ রানা/এমআরআর/জেআইএম