ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গুদামে মিললো মজুতের ৫৩০০ লিটার ভোজ্যতেল

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২২ মার্চ ২০২২

ফেনীর সোনাগাজীতে পাঁচ হাজার ৩০০ লিটার ভোজ্যতেল মজুতের দায়ে আজিজুল হক নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার পশ্চিমবাজার এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।

jagonews24

ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিখন বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজীর পশ্চিম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় হাজী আব্দুল আজিজ সওদাগরের দোকান ও গোডাউনে মজুত করা পাঁচ হাজার ৩০০ লিটার ভোজ্যতেল পান। পরে অবৈধ মজুতের দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে সব ভোজ্যতেল খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস