ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে জাল ওকালতনামা-সিলসহ আটক ২

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৩ মার্চ ২০২২

হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে জাল ওকালতনামা ও সিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) বিকেলে অছিউর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মো. মইনুল ইসলাম (২২) ও একই গ্রামের দীনেশ দাস (২৫)। তারা দুজনেই অছিউর এন্টারপ্রাইজে কাজ করতেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহী সেতু বলেন, জাল ওকালতনামা তৈরি করা বড় ধরনের প্রতারণা। তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে এমন প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত না হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, তাদের কাছ থেকে অন্তত ৪০-৫০টি জাল ওকালতনামা এবং বেশ কয়েকটি সিল জব্দ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম