মেসে যুবকের ঝুলন্ত মরদেহ, মিললো প্রেমবিষয়ক চিরকুট
আলামত সংগ্রহে কাজ করছে পুলিশ
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় আশিকুর রহমান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের আরামবাগ মহল্লার মেসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হাতে লেখা একটি প্রেমবিষয়ক চিরকুটও পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান পল্লীবিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া শাখায় লাইনম্যান হিসেবে গত একমাস আগে যোগদান করেন। তিনি শহরের আরামবাগ এলাকার একটি ভাড়া বাসার মেসে থাকতেন। বুধবার বিকেলে মেসের অন্য সদস্যরা ছিলেন না। সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সন্ধ্যার দিকে রুমের অন্য সদস্যরা এসে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। এ সময় একটি চিরকুট পায় তারা। এতে প্রেমের কথা উল্লেখ আছে। তবে কারও নাম উল্লেখ নেই।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে তিনি আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্ত কথা উল্লেখ করেছেন।
এসজে/এএসএম