মানিকগঞ্জে ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা
মরদেহ দেখতে ভিড় করেন এলাকাবাসী
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফরহাদ হোসেন (৫০) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে প্রতিবেশীর বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত ফরহাদ হোসেন বরাইদ ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ নিতে থাকেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রতিবেশী মাহিন্দ্র মন্ডলের বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে যান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলমসহ পুলিশ সদস্যরা। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন তারা।
ওসি আশরাফুল আলম বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কেন তাকে হত্যা করা হলো এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বি.এম খোরশেদ/এসজে/এএসএম