নওগাঁয় বাস-ট্রাক্টর সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৩
গাছের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বাস।
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষের আহত এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তবে শিশুটির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, বুধবার (২৩ মার্চ) মধ্যরাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো। এছাড়া আহত হয়েছে আরও ১৫-২০ জন। বাস ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
নিহত অন্য দুজন হলেন- বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের সোহাসা গ্রামের জিতু পাহানের ছেলে ইটভাটাশ্রমিক গিরিজ পাহান (৩৫) ও একই গ্রামের আব্দুল সরদারের ছেলে আব্দুর রশিদ (৩৭) এবং অজ্ঞাতপরিচয় শিশু।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে যাত্রীবাহী বাসটি পত্নীতলা উপজেলার নজিপুর থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাত ৮টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে পাশের খালে পড়ে যায়। একটি আম গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী গিরিজ পাহান ও আব্দুর রশিদ মারা যান।

এ সময় বাসের চালকসহ অন্তত ১৫-২০ জন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বদলগাছী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা জাগো নিউজকে বলেন, গুরুতর আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আব্বাস আলী/এসজে/এএসএম