বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোরের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরআগে ৪০টি দেশের কূটনীতিকসহ ৬৫ জনের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় আসে।

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশি কূটনীতিকরা। দুপুরে তারা একে একে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দেশের কূটনীতিকরা ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশি অতিথিরা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোম্যাটিক জোনের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সই করেন। এরপর তারা বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও লাইব্রেরি পরিদর্শন করেন।
অতিথিরা সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশি অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
মেহেদী হাসান/এসআর/জেআইএম