বাগেরহাটে এসআইয়ের ওপর হামলার ঘটনায় দুই যুবক আটক
র্যাবের হাতে আটক দুই আসামি
বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ মার্চ) পিরোজপুরের কলাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের ইতরুপ শেখের ছেলে মেহেদী হাসান জুয়েল (২৭) ও একই উপজেলার চরসোনাকুর গ্রামের মহসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৮)।
র্যাব জানায়, ২০ মার্চ রাতে রবিউল ইসলাম কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামে অভিযানে জুয়েলের দেহ তল্লাসি চালালে তিনি দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর জুয়েল ৪-৫ জনকে নিয়ে এসে রবিউলের ওপর হামলা করে কুপিয়ে আহত করে। পরে পুলিশ বাদী হয়ে মেহেদী হাসান জুয়েল ও রুবেল মোল্লাসহ তাদের সহযোগীদের নামে মামলা করেন।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটকদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আবুল হাসান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান