মানিকগঞ্জে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুইজন নিহত
ফাইল ছবি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুইজন হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) রাতের কোনো একসময় উপজেলার আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) এবং ফরিদপুর জেলার শালেপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।
স্থানীয় এনায়েতপুর গ্রামের মো. নাসির উদ্দিন বলেন, শনিবার সকালে খবর পাই আজিমনগর ইউনিয়নের সোয়াখা খালে ট্রাক্টর চালক ও সহযোগী চাপা পড়ে আছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় ঘুমের মধ্যে চালাতে গিয়ে ট্রাক্টরসহ তারা চাপা পড়েন। এতে দুজনই মারা যান।
তিনি আরও বলেন, নিহত রুস্তম আমাদের এনায়েতপুর গ্রামের। আরেকজনের বাড়ি ফরিদপুর জেলায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।
বি.এম খোরশেদ/এমআরআর/এএসএম