ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী আহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১২:২০ পিএম, ২৭ মার্চ ২০২২

মাদারীপুর জেলার শিবচরে ডাম্পট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী নিলু মাতুব্বর (৬৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) রাত ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত নিলু মাতুব্বর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদার কান্দি গ্রামের কদম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নিলু মাতুব্বর ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সাদিপুর বাজারের কাছে এলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক (মাটি টানা) তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়।

গুরুতর আহত নিলু মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এফএ/এমএস