ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো গৃহবধূর

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৭ মার্চ ২০২২

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জোসি আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোবাবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মো. গালিবের স্ত্রী।

হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোরবার দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জোসিকে নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। পথে সিরাজদীখানের নিমতলা এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকায় জোসির ওড়না আটকে রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মারা যান।

মোটরসাইকেলটি হাসাড়া থানা হেফাজতে রয়েছে বলেও জানান বাহারুল সোহাগ।

এমআরআর/জিকেএস