সয়াবিন তেলে ‘তেলাপোকা’ পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা
সয়াবিন তেলে ভাসছে তেলাপোকা
নওগাঁ সদর উপজেলায় ড্রামে মজুত করা সয়াবিন তেলে তেলাপোকাসহ অন্য পোকামাকড় পাওয়ায় এক এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে আরেক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।

প্রতিষ্ঠান দুটি হলো- নওগাঁ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার রাসবি বেকারি ও মেসার্স সুমন ওয়েল মিলস।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, রোববার বিকেলে নওগাঁ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা পরিবেশে সয়াবিন তেল সংরক্ষণ ও ড্রামে থাকা তেলে তেলাপোকাসহ অন্য পোকামাকড় পাওয়ায় মেসার্স সুমন ওয়েল মিলসের মালিক সুমন সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ড্রামে থাকা তেল ধ্বংস করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে রাসবি বেকারির মালিক সম্রাট হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পণ্য সামগ্রী বিপণনযোগ্য করতে প্যাকেজিং, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্বাস আলী/এসজে/জিকেএস