ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ৩ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ মার্চ ২০২২

গোপালগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ মার্চ) দিনভর অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আকতার।

আদালত সূত্র জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া, ঘোড়াদাইড় গ্রামে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়। এ সময় লালপরি-নীলপরি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, পরিদর্শক মনিরুজমান শেখ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/আরএইচ/এমএস