ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাত সেজে অস্ত্রসহ দুইজনকে আটক করলো পুলিশ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৯ মার্চ ২০২২

ফেনীর দাগনভূঞায় ডাকাত সেজে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাজু চেয়ারম্যান বাড়ির ওবায়দুল হকের ছেলে এহছানুল হক রবিন (২০) ও জগতপুর গ্রামের মিরাজান মাঝি বাড়ির রহিম উল্লাহর ছেলে নুরুল ইসলাম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসজ্জিত ডাকাত সদস্যদের আটক করতে দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনকে ডাকাত সাজানো হয়। পুলিশি পরিকল্পনা মতে মোবাইলে সংযুক্ত থেকে জামাল ডাকাত দলের সঙ্গে মিশে ডাকাতির প্রস্তুতি নিতে থাকেন।

এক পর্যায়ে অন্য পুলিশ সদস্যরা রঘুনাথপুরের একটি বাগানে ডাকাত দলকে ধাওয়া করে দুজনকে আটক করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের দেখানো জায়গা থেকে বিকেলে রঘুনাথপুরে অভিযান চালিয়ে একটি বস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্র (এলজি গান), কিরিচ, শাবল, কুড়াল, ছুরি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও তাদের নামে দাগনভূঞার সীমান্তবর্তী এলাকায় ডাকাতির অভিযোগে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম