পরশুরামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ফেনীর পরশুরামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুরা হলো- উত্তর চন্দনা গ্রামের মানিক চৌধুরী বাড়ির প্রবাসী মো. শাহ আলমের ছেলে সাব্বির হোসেন (৭) ও সিএনজিচালক ফয়েজ আহমেদের ছেলে ফরহাদ হোসেন (৭)। তারা দুইজনই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার স্কুল থেকে এসে সাব্বির ও ফরহাদ একসঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরির জন্য নিয়ে আসা হয়েছে। উভয় পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
নুর উল্লাহ কায়সার/এমআরআর/এএসএম