পত্নীতলায় মাথায় গুলি করে বৃদ্ধের আত্মহত্যা
ফাইল ছবি
নওগাঁর পত্নীতলায় নিজের মাথায় বন্দুক দিয়ে গুলি করে ইয়াকুব আলী (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা আকবরপুর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন ইয়াকুব আলী। নিরাপত্তাজনিত কারণে তার নিজের লাইসেন্স করা একটি বন্দুক ছিল। দুপুরে সবার অজান্তে বাড়ির দোতলা ছাদে গিয়ে ওই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলি শব্দ পেয়ে তার স্ত্রী মর্জিনা সেখানে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
আব্বাস আলী/আরএইচ/এএসএম