ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্নীতি যে করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা: দুদক কমিশনার

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:০১ পিএম, ৩০ মার্চ ২০২২

সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। যারা দুর্নীতির পক্ষে অবস্থান নিবেন, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান।

বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের শকুনী লেকপাড়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

jagonews24

দুদক কমিশনার বলেন, জাপানে কোনো দুর্নীতি দমন কমিশন নেই। কারণ সেখানকার মানুষ জানেই না দুর্নীতি-ঘুস কী জিনিস। বাংলাদেশের প্রতিটি স্তরে স্তরে নানা রকম অনিয়ম হচ্ছে। এসব কারণেই এত টাকা বরাদ্দের পরও দেশে এখনো নানা সংকট। সবাই সাবধান থাকতে হবে। কারণ দুর্নীতি দমন আইনের মামলায় পড়লে ১০ বছরেও তার নিষ্পত্তি হয় না।

jagonews24

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, দুদকের ঢাকার মহাপরিচালক (তদন্ত-১) রেজানুর রহমান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেন, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

এ কে এম নাসিরুল হক/এসজে/এএসএম