ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৈঠকে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩০ মার্চ ২০২২

দিনাজপুরের চিরিরবন্দরে বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম মন্ডল (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, মীমাংসা চলাকালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। সেখানে কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি।

বুধবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত আবুল কালাম মন্ডল চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়কাটী গ্রামের বাসিন্দা। তিনি ১নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের বড় ভাই আমিনুল মন্ডল ও ভাতিজি মাহাফুজা বেগম জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদের মেম্বার পদে আবুল কালাম মন্ডল ও একই এলাকার আলমগীর হোসেন এবং অপর একজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রার্থী হওয়ায় আলমগীরের সঙ্গে আবুল কালাম মন্ডলের দ্বন্দ্ব শুরু হয়। নির্বাচনে আবুল কালাম মন্ডল ও আলমগীর পরাজিত হন। মঙ্গলবার রাতে খেড়কাটী বাজারে একটি খালি ড্রাম ট্রাক তেল নিয়ে পেছনের হাইড্রোলিক বডি উঠিয়ে গাড়ি চালাতে থাকেন চালক। এ সময় বাজারে একটি বিদ্যুতের তারে জড়িয়ে খুঁটি ভেঙ্গে আগুন ধরে যায়।’

jagonews24

তারা আরও জানান, এলাকাবাসী তাৎক্ষনিক ট্রাকটি আটক করে বিদ্যুতের আগুন নিয়ন্ত্রণ করে। রাত ৯টায় বাজারে এ ব্যাপারে ট্রাক চালককে সঙ্গে নিয়ে বৈঠকে মীমাংসায় বসেন আবুল কালাম মন্ডল। মীমাংসার এক পর্যায়ে আবুল কালাম মন্ডলকে আলমগীর হোসেন, তার চাচা মোশাররফ হোসেন, বালু ব্যবসায়ী মিলন হোসেন কিলঘুষি মারেন। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে রাতে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা এনামুল হক শাহ বলেন, মীমাংসা চলাকালে আবুল কালাম মন্ডলকে কিলঘুষি মারে আলমগীর হোসেন, তার চাচা মোশাররফ হোসেন ও বালু ব্যবসায়ী মিলন হোসেন। কিলঘুষি মারতে মারতে তারা বলেন- আবুল কালাম মন্ডলের বুকের ওপর দিয়ে ড্রাম ট্রাক নিয়ে যাবো। কেউ গাড়ি আটকাতে পারবে না। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আলমগীর হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, খেড়কাটী বাজারে একটি গন্ডগোলে মীমাংসা করার সময় হার্টঅ্যাটাকে আবুল কালাম মন্ডলের মৃত্যু হয়েছে বলে আমি জেনেছি। ময়না তদন্ত শেষে মৃতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি ড্রাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম