কামারখন্দে এক পা হারানো আহত চিল উদ্ধার
আহত ভুবন চিল
সিরাজগঞ্জের কামারখন্দ থেকে এক পা হারানো আহত একটি ভুবন চিল (চিলের একটি প্রজাতি) উদ্ধার করেছে দ্য বার্ড সেফটি হাউজ নামে একটি পরিবেশবাদী সংগঠন।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার চর কামারখন্দ গ্রাম থেকে আহত অবস্থায় চিলটি উদ্ধার করা হয়।

দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, সাজু শেখ নামের এক তরুণ চিলটি উদ্ধার করে আমার কাছে হস্তান্তর করেন। চিলটি দ্রুত সুস্থ হলে আকাশে অবমুক্ত করা হবে।
এসআর/জিকেএস