ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর সমাধিতে বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিবের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০২ এপ্রিল ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন।

শনিবার (২ এপ্রিল) দুপুরে সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন নবনিযুক্ত খতিব।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শুকুর আহম্মদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বায়তুল মোকাররমের নতুন খতিব নিয়োগ পেয়েছেন বরেণ্য আলেম ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) তাকে জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেয় সরকার।

সাবেক খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন।

মেহেদী হাসান/এসআর/জেআইএম