ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ২০ ঘর

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৪ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রোববার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার সৈয়দপুর এলাকায় বাদল খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার এবং মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০টি ঘর ভস্মীভূত হয়।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়তে হোসেন বলেন, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হবে।

এদিকে খবর পেয়ে গোড়াই ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও ইউপি সদস্য মো. আদিল খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে তারা জানান।

এস এম এরশাদ/জেডএইচ/