ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২২

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে জিদনী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে আমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে পরিবারের অজান্তে পুকুর পাড়ে খেলতে যায় জিদনী। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। তার বাবা-মাসহ স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাওহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আমতলীর থানার ওসি একেএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/এএসএম