‘মোর পোলাডারে টাচ ফোন দেন তাইলে কথা কইবে আনে’
ফাইল ছবি
‘মোর পোলাডারে একটা টাচ ফোন দেন, তাইলে ও সবার লগে কথা কইবে আনে। মুই কইছিলাম বাবা ঈদের পরে ফোন কিইননা দিবোআনে। মোর পোলা হুনলো না।’
বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া মাদরাসাছাত্র আশরাফুলের (১১) মা আয়েশা বেগম।
সোমবার (৪ এপ্রিল) বিকেলে আশরাফুলের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
আশরাফুল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তর চরদুয়ানী এলাকার দয়াল মিয়া ছেলে।
পুলিশ জানায়, নতুন মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আশরাফুল। পরে মায়ের একটি লাল ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয় সে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল (এসপি) তোফায়েল আহম্মেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এসজে/জেআইএম