মাদারীপুরে টিসিবির পণ্য তদারকিতে মাঠে জেলা প্রশাসন
মাঠ পর্যায়ে তদারকি করছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন
মাদারীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মাপে সঠিক দেওয়া হচ্ছে কিনা তদারকিতে মাঠে রয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর অডিটরিয়ামে কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় নিম্ন আয়ের পরিবারের জন্য বরাদ্দ দুই কেজি ছোলা, দুই কেজি ডাল, দুই লিটার তেল ও দুই কেজি চিনি পরিমাপে সঠিক দেওয়া হচ্ছে কিনা তা ওজন স্কেল দিয়ে পরিমাপ করেন জেলা প্রশাসক। সবকিছু ওজনে সঠিক পরিমাপে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর সচিব খোন্দকার ফিরোজ ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে জেলায় ৫১ হাজার ৩২৬ জন উপকারভোগীকে এ সুবিধা দেওয়া হচ্ছে।
এ কে এম নাসিরুল হক/আরএইচ/জেআইএম