হাতীবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় আতিয়ার রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুস সালাম (৩৬) নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাফেজ সাহেবের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের খামারটারী এলাকায় মৃত জসিম উদ্দিনের ছেলে। আর আহত আব্দুল সালাম পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, লালমনিরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আতিয়ার রহমানের মৃত্যু হয়। আতিয়ার হাতীবান্ধা থেকে বড়খাতায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জাগো নিউজকে জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক-হেলপার পলাতক রয়েছেন।
এমএএইচ/