ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙারি ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিহত ১

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১০ এপ্রিল ২০২২

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাঙারি ব্যবসা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

jagonews24

নিহত ব্যক্তির নাম মোশাহিদ মিয়া (২৬)। তিনি দত্তপুর গ্রামের ছবুর মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোশাহিদ মারা যান। দাঙ্গাবাজদের গ্রেফতারে অভিযান চলছে।

jagonews24

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের মোশাহিদ মিয়া ও মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়া হবিগঞ্জ শহরে ভাঙারি ব্যবসা করেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা বাড়ি বাড়ি ঘুরে ভাঙারি জিনিস সংগ্রহ করেন। কয়েকদিন আগে ভাঙারি ব্যবসা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

jagonews24

রোববার তাদের মধ্যে ফের ঝগড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে মোশাহিদ মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস