ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ এপ্রিল ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরে ডুবে সানী নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সোহেল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সানী বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সানিকে বাড়ির পাশের একটি পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাদ তাসলিম তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম