প্রেম করে বিয়ে, পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী
ফাইল ছবি
সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার ভারসা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাত বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ঘরে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো। বেশ কয়েকদিন ধরে দ্বিতীয় বিয়ে করবে বলে স্ত্রীকে হুমকি দিলে দুজন পৃথকভাবে বসবাস করছিলেন। সোমবার সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশলে একসঙ্গে ঘুমানোর জন্য বলে। রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ঘটনার পর ওই নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’