ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৫ এপ্রিল ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে সামছুল হক, নুরুল হক, সাবাজ মিয়া, চন্দু মিয়া, ফরিদ মিয়া, শাহিন মিয়া, আব্দুল আহাদ ও রাজন মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নগদ টাকা, আসবাবপত্র স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্রসহ অন্তত ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটা ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ আহমেদ বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস