ঈদের ছুটির আগেই খুলে দেওয়া হবে নলকা সেতুর এক লেন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোল চত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩৫ কিলোমিটারজুড়ে যানজটের কারণে প্রতি বছর ভোগান্তির শিকার হতে হয় ঈদে ঘরমুখো মানুষের। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে (ঢাকা-রংপুর) মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। তাই এ বছরও ব্যাপক যানজট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে নলকায় নতুন সেতুর কাজ শেষ না হলে যানজটে পড়তে পারেন চালক ও যাত্রীরা। তবে ঈদের আগেই সেতুর এক লেন খুলে দিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঢাকা-সিরাজগঞ্জ রুটের জেনিন এন্টারপ্রাইজের বাসচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘যদি নলকা সেতু খুলে না দেওয়া হয় তাহলে যানজট ভয়াবহ রূপ নিতে পারে। এছাড়া মহাসড়কের কাজ শেষ না হলে রোজার ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হবে।’

ঢাকা থেকে রাজশাহীগামী বাসচালক রবিউল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত জায়গার মধ্যে নলকা সেতু নিয়ে আমরা অনেক চিন্তিত আছি। দীর্ঘ সময় ধরে সড়কের উন্নয়নকাজ চলমান থাকায় ঈদের আগেই থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। সামনে ঈদ। এ সময় যদি নলকা সেতু এবং মহাসড়কের কাজ শেষ না হয় তাহলে ভয়াবহ যানজট সৃষ্টি হবে।’
তবে মহাসড়কের যানজট ও ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ঈদের ছুটির আগেই নলকার নতুন সেতুর এক লেন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়কের প্রকল্প ব্যবস্থাপক মো. এখলাছ উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা মহাসড়কের খানাখন্দগুলো সংস্কারের কাজ শুরু করেছি। আশা করছি ঈদে মহাসড়কে ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।’
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। যানজট নিরসনে ২০ রমজানের পর থেকে মহাসড়কে কাজ করবে ট্রাফিক পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভোগান্তি কমাতে ঈদের এক সপ্তাহ আগে থেকে মহাসড়কে দায়িত্ব পালন করতে ৩০০ পুলিশ সদস্য চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে প্রায় ৪০০ পুলিশ সদস্য কাজ করবেন। মোটরসাইকেল মোবাইল টিমও থাকবে। নলকা সেতু ও মহাসড়কের খানাখন্দের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মিটিং করা হয়েছে। তারা ২০ রমজানের মধ্যে মহাসড়কের খানাখন্দ সংস্কার ও নলকায় নতুন সেতুর উত্তরের এক লেন খুলে দেবেন বলে জানিয়েছেন।
এসআর/এমএস