রাঙ্গামাটিতে পাহাড়ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় পাহাড়ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. পেয়ার মোহাম্মদ (৫০), সুফল বড়ুয়া (৩৮)।
এলাকাবাসী জানান, উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতে শুক্রবার সকালে পাহাড়ের সঙ্গে লাগানো নতুন করে দেওয়াল নির্মাণের কাজে এসেছিলেন দুই শ্রমিক। এ সময় আগে থেকেই পূর্ব পাশে কাটা থাকা পাহাড়ের মাটি ধসে পড়লে তারা চাপা পড়েন। খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে ততক্ষণে তারা মারা যান।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ সরকার জানান, দুপুরে ফাঁড়ি থেকে একটি টিম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এস শহীদুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেনি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শংকর হোড়/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান