ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৫৫ রোগী

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৭ এপ্রিল ২০২২

নীলফামারীতে দিনের পর দিন বেড়েই চলছে ডায়রিয়ার প্রকোপ। গত ১৩ দিনে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৫৫ জন রোগী ভর্তি আছেন। গত ১৩ দিনে ২৯৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে ১১ ও ১৩ মাসের শিশুও ছিল। যে পরিমাণ রোগী হাসপাতাল ছাড়ছেন তার বেশি ভর্তি হচ্ছেন। গত মার্চ থেকে এ অবস্থা চলছে।

আরজিনা বেগম নামের এক অভিভাবক জানান, তিন বছরের বাচ্চাকে নিয়ে হাসপাতালে ছিলাম। চারদিন চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছি।

তহমিনা আক্তার নামের আরেকজন জানান, পাতলা পায়খানা শুরু হলে ছেলেকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসা দেওয়ার পর এখন কিছুটা সুস্থ।

jagonews24

জেলার প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই চিত্র দেখা গেছে। প্রতিদিন এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

ডোমার হাসপাতালে চিকিৎসা নিতে আসা হুমায়ুন কবির জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচদিন চিকিৎসা নিতে হয়েছে। এখন সুস্থ হলেও শরীরটা দুর্বল। রোগীর চাপ বাড়তে থাকায় অনেকে হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কাজী আব্দুল মোমিন জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। এ কারণে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ।

আরএইচ/এমএস