ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফকিরহাটে বিবস্ত্র নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৭ এপ্রিল ২০২২

বাগেরহাটের ফকিরহাটে ফরিদা বেগম (৫৫) নামের এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

রোববার (১৭ এপ্রিল) সকালে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ফরিদা বেগম ওই গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, ফরিদা বেগম তার বাড়িতে একা থাকতেন। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে স্থানীয় ইসলামের চায়ের দোকানে তাকে দেখা যায়। এরপর তাকে কেউ দেখেননি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

এসআর/জিকেএস