সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
সিরাজগঞ্জের জামতৈল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে স্টেশনসংলগ্ন এলাকায় ধূমকেতু এক্সপ্রেসের চাপায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল হাকিম। তিনি কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল হাকিম রেলপথ পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান।
এসআর/এমএস