ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজের পুকুরে ভাসছিল নিখোঁজ নারীর মরদেহ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৯ এপ্রিল ২০২২

নিখোঁজের তিনদিন পর মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মুসলিমা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মুসলিমা পৌর শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে মুসলিমা খাতুন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সরকারি কলেজ চত্বরের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।

মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলফিকার আলী জাগো নিউজকে বলেন, কলেজের পুকুর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস