ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০২২

নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে আমির উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আমির উদ্দিন ওই গ্রামের মো. রাজা আহম্মদের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে আমির উদ্দিন ও তার চাচাত ভাই আল-আমিন মটুকপুর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি বড় পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আমির উদ্দিন পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় তার চাচাত ভাই আল-আমিন। একপর্যায়ে সেও পুকুরে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। এতে আমির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু জানান, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরএইচ/এএসএম