ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:১৯ পিএম, ২০ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ হারুন-অর-রশিদ (৩৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার রান্ধুনীবাড়ী কবরস্থান সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার নাকফাটা পশ্চিম পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি মোবাইলসহ হারুন-অর-রশিদকে আটক করা হয়।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমএস