ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া ঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২০ এপ্রিল ২০২২

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ট্রাকচাপায় সূর্য মল্লিক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সূর্য মল্লিক ৫ নম্বর ফেরিঘাট এলাকার বাসিন্দা মৃত আলী মল্লিকের ছেলে।

পাটুরিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুরে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে রাস্তা পার হচ্ছিলেন সূর্য মল্লিক। এসময় পেছন থেকে একটি মিনিট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বি.এম খোরশেদ/এসআর/এএসএম