ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বিভিন্ন কায়দায় বেড়েছে চুরি, জনমনে আতংক

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২১ এপ্রিল ২০২২

সম্প্রতি শরীয়তপুর জেলায় চুরি বেড়ে গেছে। দিনে ও রাতে মোবাইল, অটোরিকশা, মোটরসাইকেল, সিঁদ কেটে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র চুরি হচ্ছে। এতে মানুষের মধ্যে আতংক কাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের সিকদার বাড়িতে মোবাইল চুরির ঘটনা ঘটে। ঘরে বিদ্যুতের ডিজিটাল মিটার দেওয়া হবে বলে এক ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে মোবাইল চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মোবাইলের মালিক বিলকিস আক্তার টুম্পা জাগো নিউজকে বলেন, আমার আইফোন সিক্সপ্লাস মোবাইল বাসায় ওয়ারড্রবের ওপর রেখে বাজারে যাই। বাসায় ছিলেন আমার মা ও ছোট তিন বোন। সকাল সাড়ে ১০টার দিকে বাসার সামনে এক ব্যক্তি মোটরসাইকেল থামান। পরে আমাদের বৈদ্যুতিক মিটার চেক করেন। আর আমার মাকে ওই ব্যক্তি বলেন, আপনাদের ডিজিটাল মিটার লাগাতে হবে। একথা বলেই জোর করে ঘরে ঢোকেন আর বলেন বিলের কাগজ দেখান। যখন আমার মা ও বোনেরা বিদ্যুৎ বিলের কাগজ খুঁজতে থাকেন তখন আমার মোবাইল চুরি করে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যান ওই ব্যক্তি। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই মোবাইল পেতে থানায় জিডি করেছি।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামের সিকদার বাড়ি থেকে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অভিযোগ হয়েছে।

নরকলিকাতা গ্রামের সিরাজ সিকদার জাগো নিউজকে বলেন, আমার বাড়ি থেকে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল চুরি হয়েছে। দুই অটোরিকশার দাম তিন লাখ টাকা। আর মোটরসাইকেলের দাম ২ লাখ ৬০ হাজার টাকা। আমার যে ক্ষতি হয়ে গেলো তা পূরণ করার মতো নয়।

তিনি আরও বলেন, বর্তমানে চারদিকে চুরি বেড়ে গেছে। পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।

শরীয়তপুরে বিভিন্ন কায়দায় বেড়েছে চুরি, জনমনে আতংক

এর আগে গত ১৬ এপ্রিল দিবাগত রাতে সদর উপজেলার বালুচরা গ্রামের চারটি বাড়িতে মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। ওইদিনে ওই গ্রামে তিনটি দোকানেও চুরি হয়।

বালুচরা গ্রামের সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমাদের ঘরে সিঁদ কেটে চুরি হয়েছে। পাশাপাশি একই রাতে আমাদের এলাকার আরও তিনটি বাড়িতে ও তিনটি দোকানে চুরি হয়। এলাকায় চুরি বেড়ে গেছে। আমরা আতংকের মধ্যে আছি।

এছাড়া গত ৫ মার্চ মধ্যরাতে সদরের আংগারিয়া বন্দরের দুটি দোকানের সামনে থেকে ১১ ড্রাম তেল চুরি হয়ে যায়। ঘটনার পরদিন ব্যবসায়ী আফজাল মোল্লা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে।

আফজাল স্টোরের মালিক আফজাল মোল্লা জাগো নিউজকে বলেন, আমাদের দুই দোকান থেকে ছয় ড্রাম (প্রতি ড্রামে ১৮৫ লিটার) সয়াবিন তেল এবং চার ড্রাম (প্রতি ড্রামে ২০০ লিটার) ডিজেল ও এক ড্রাম কেরোসিন তেল চুরি হয়ে গেছে। এ ঘটনায় চার চোর গ্রেফতার হলেও তারা এখন জামিনে আছেন। গ্রেফতারের পর চোর দ্রুত জামিনে গেলে, আবার চুরির আশঙ্কা থাকে। আমরা এখনো ক্ষতিপূরণ পাইনি।

শরীয়তপুরে বিভিন্ন কায়দায় বেড়েছে চুরি, জনমনে আতংক

সম্প্রতি শরীয়তপুর জেলা শহরের পালং বাজারের মোবাইল ফোন বিক্রির একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে প্রায় আড়াই লাখ টাকার ১২টি মোবাইল ফোন চুরি হয়েছে।

ওই দোকানের বিক্রয়কর্মী উজ্জ্বল আহাম্মেদ অভি জাগো নিউজকে বলেন, মোবাইলের দোকানগুলোতে চুরি বেড়ে গেছে। কয়েকদিন আগে আমাদের দোকানে চুরি হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি।

গোসাইরহাট পৌরসভার দাসের জঙ্গল বাজারে কাজী আমির ফয়সালের (মহিউদ্দীন টেলিকম) মোবাইল ফোন বিক্রির দোকান আছে। সম্প্রতি সকালে চোরের একটি দল দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ব্যাগে ভরে ৪০টি মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে ওই দোকানে থাকা সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে।

কাজী আমির ফয়সাল জাগো নিউজকে বলেন, সকাল ৯টার দিকে কর্মচারী দোকান খুলতে গেলে চুরির ঘটনা নজরে আসে। দিনের আলোতে এত বড় চুরির ঘটনা কীভাবে ঘটলো, আমি ভাবতেও পারছি না।

শরীয়তপুরে বিভিন্ন কায়দায় বেড়েছে চুরি, জনমনে আতংক

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. জাকির হুসাইন বলেন, সম্প্রতি চুরি বেড়ে গেছে। এ ধরনের চুরি কমানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতা জোরদার করতে হবে। অভ্যাসগত চোরদের চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নিতে হবে। সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে তথ্য বিভাগ সচেতনতামূলক মাইকিং করতে পারে, মসজিদের মাইকগুলো ব্যবহার করে চোরদের বিভিন্ন ছদ্মবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা যেতে পারে।

তিনি বলেন, জামিন হয় আইনগত কারণে। এখতিয়ার সম্পন্ন আদালত জামিনের গ্রাউন্ড থাকলে যে কোনো মামলায় জামিন দিতে পারেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, আংগারিয়া বাজারের তেলচুরির বিষয়ে থানায় মামলা হওয়ার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে গ্রেফতারও করেছি। তিনজন জামিনে আছেন। আর ঈদকে সামনে রেখে চুরি বেড়েছে। আমরা দিন-রাত চেষ্টা করে চোরদের আটকের চেষ্টা করছি।

তিনি বলেন, গত সোমবার মনোহর বাজার গরুহাটে এক ব্যক্তির ব্যাগ কেটে চুরি করে ৫০ টাকা নিয়ে যায়। ওইদিন চোর শনাক্ত করে ৪৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।

মো. ছগির হোসেন/এমআরআর/জেআইএম